পটুয়াখালী ২৫০ শয্যা-বিশিস্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের সামনে রাস্তার বেহাল দশা

পটুয়াখালী ২৫০ শয্যা-বিশিস্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের সামনে রাস্তার বেহাল দশা

আব্দুল আলীম খানঁ পটুয়াখালী  ঃ  সুত্র,০৮/০৯/১৮ ইং তারিখ পটুয়াখালী জেলার ১ আসনে মোট ৮ টি উপজেলার একটি মাত্র সদর হসপিটাল ও একটি মেডিকেল কলেজ।কিন্তুু এখানকার রাস্তাঘাটের অবস্থা এমন যেন দেখলে মনে হয় অবহেলার একটি সেবা মুলক প্রতিস্ঠান।স্থানীয় লোকজনে ও রোগীদের সাথে কথা বলে দীর্ঘ দিন ধরেই এই রাস্তাটি অবহেলায় পরে রয়েছে কোন উদ্দ্যোগ দেখছে না রাস্তাটি ভালো হবার।উত্তরে প্রথম গেট দক্ষিনে দ্বিতীয় গেট হসপিটালের উভয় গেট থেকেই সার্বক্ষনিক রোগী আশা যাওয়া করে।কিন্তুু রাস্তাটির এমন কোন পাশ নেই যেখান থেকে রোগীকে ভালোভাবে হসপিটালের ভিতর নিয়ে আসা যায়।রাস্তাটির প্রায় জায়গায় বড় বড় গর্ত থাকায় একটু বৃস্টিতে আরো বেশী সমস্যার সম্মুক্ষিন হতে হয় যানবাহন চালকদের।ফলে বৃদ্ধা,শিশু,ডেলিভারী রোগীদের ক্ষেত্রে আরো জটিলতার সমস্যায় পোহাতে হচ্ছে।সুস্থ্য হবার জন্য রোগী হসপিটালে আসে অথচ প্রবেশ পথে অসুবিধার কারনে রোগীকে আরো গুরুতর অসুস্থ্য হয়ে পড়তে হয়।নিউজ সংগ্রহে প্রতিনিধি সেখানে গেলে সাক্ষাতকার কালে একজন ডেলিভারী রোগী তার এসব সমস্যার কথা বলেন। বর্তমানে সকল জেলা উপজেলা থেকে সেবা নিতে আশা গন মানুষের সমালচনার একটি অংশ যেন পটুয়াখালীর সদর হসপিটালর বেহাল এই রাস্তাটি।এমন কি হসপিটালের মধ্যেও রয়েছে ব্যাপক অনিয়ম।এ নিয়ে হসপিটাল কর্তপক্ষের তেমন কোন ভুমিকা দেখছে না কেহই। হসপিটালের আশে পাশের স্থানীয় মানুষ রোগী ও মেডিকেল কলেজের শিক্ষার্থী সকলের সাথে কথা বললে তারা অতিদ্রুত এই সেবামুলক প্রতিস্ঠানের সামনের রাস্তাটি পুনরায় নতুন ভাবে সংস্কার করারা দাবি জানান।এবং পটুয়াখালী সংসদ সদস্য বর্তমান এমপি, পৌর মেয়র,অত্র এলাকার কাউন্সিলর,এবং সুস্ঠ সামাজিক রাজনৈতিক মহলের সকল নেতা কর্মীর দৃস্টি আকর্ষন করে যাহাতে যানবাহন সাধারন মানুষ ও সেবা নিতে আশা সকল জেলা উপজেলার রোগী এ ভোগান্তি থেকে মুক্তি পায়।